তীব্র স্রোতে দ্বিগুণ সময় লাগছে ফেরি পারাপারে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩, ২১:৩৯

গত কয়েকদিন ধরে পদ্মা ও যমুনা নদীতে পানি বাড়ার কারণে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। এজন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগছে। সময় ও জ্বালানি খরচ বেড়ে যাচ্ছে।


শনিবার ঢাকা থেকে আসা ট্রাকচালক হামিদুর রহমান বলেন, ‘পাটুরিয়া ঘাটে এসেই সরাসরি ফেরিতে উঠতে পেরেছি। তবে পানি বাড়ার ফলে ফেরিতে নদী পার হতে আগের চেয়ে দ্বিগুণ সময় লেগেছে। ফেরিগুলো অনেকদূর ঘুরে চলাচল করছে। তবে আমরা ঘাটে এসে কোনও ভোগান্তি বা সিরিয়ালে পড়িনি।’


বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন জানান, পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় আগের চেয়ে বর্তমানে নদী পার হতে ফেরিগুলোর বেশি  সময় লাগছে। পাটুরিয়া থেকে একটি ফেরি দৌলতদিয়া যেতে কমপক্ষে একঘণ্টা লাগছে। আমাদের দৌলতদিয়া প্রান্তে চারটি ঘাট দিয়ে যানবাহন ওঠানামা করছে। ফেরি পেতে কোনও যানবাহনকে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে না। সরাসরি তারা টিকেট কেটে ফেরিতে উঠতে পারছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us