প্রয়োজনে শুদ্ধি অভিযান চালাবে ছাত্রলীগ: সাদ্দাম হোসেন

সমকাল প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩, ২২:০১

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দাতাদের অনুপ্রবেশকারী এবং ধর্মীয় প্রোপাগান্ডায় প্রভাবিত বলে মনে করছেন ছাত্রলীগের শীর্ষ নেতারা। 


ছাত্রলীগ নৈতিক শক্তিকে বলীয়ান দাবি করে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, প্রয়োজনে ছাত্রলীগে শুদ্ধি অভিযান চালানো হবে।


এ দিকে শনিবার সন্ধ্যা পর্যন্ত শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার ও অব্যাহতি দেওয়া হয়েছে জানিয়ে ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল পান্থ সমকালকে বলেছেন, এই তালিকা আরও বাড়বে।


গত বুধবার চট্টগ্রামের লোহাগাড়ায় ৩ নেতাকে অব্যাহতি দেওয়ার মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হয়। এরপর দেশের বিভিন্ন জায়গায় অব্যাহতি ও বহিষ্কার চলছে। শনিবার বরিশালের উজিরপুরে বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান শান্ত, সদস্য সাইদ ফকির,  গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাজু হাওলাদার, গুঠিয়া আইডিয়াল কলেজ ছাত্রলীগের সভাপতি তাইজুল ইসলামকে বহিষ্কার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us