নাক ডাকার সমস্যা হতে পারে স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ, সতর্ক করলেন চিকিৎসক

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩, ২০:৩০

রাতে সময় মতো ঘুমোতে যাচ্ছেন। কিন্তু চোখে নেই ঘুম। এলেও ঘুমের মধ্যে অস্বস্তি হচ্ছে। রাতে ঘুম নেই, আর দিনের বেলায় রয়ে যাচ্ছে ঘুম ঘুম ভাব, ক্লান্তি। এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নাক ডাকার সমস্যা। নাক ডাকার সমস্যায় অনেকেই ভোগেন। তবে অনেকেই তেমন গুরুত্ব দেন না। তবে অত্যধিক নাক ডাকার সমস্যা শুরু হলে কিন্তু সতর্ক হতে হবে। এটি হতে পারে স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ। এমসের প্রাক্তন ডিরেক্টর চিকিৎসক রণদীপ গুলেরিয়া সম্প্রতি বলেছেন, ভারতে স্লিপ অ্যাপনিয়ার সমস্যা দিন দিন বাড়ছে।


কেন হয় এই সমস্যা?


ঘুমের মধ্যে শ্বাস নিতে না পারার সমস্যাই হল স্লিপ অ্যাপনিয়া। ওজন বেশি হলে ঘুমের সময়ে শ্বাসনালির উপর বেশি চাপ পড়ে ও শ্বাসপ্রক্রিয়া বাধা পায়। এতে মস্তিষ্ক ও শরীরের কোষগুলিতে অক্সিজেন সরবরাহ হঠাৎই অনেকটা কমে যায়। ফলে স্লিপ অ্যাপনিয়ার প্রভাবে আকস্মিক শ্বাসপ্রক্রিয়া ব্যাহত হয়ে মৃত্যু হতে পারে। মদ্যপান ও ধূমপানের মতো অভ্যাসের কারণেও এই অসুখের আশঙ্কা বাড়ায়। আবার অনেকেই ঘুম ভাল হচ্ছে না ভেবে ঘুমের ওষুধ খান। তাতে হিতে বিপরীত হয়। এ ছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবিটিসের মতো রোগ থাকলেও এই রোগের ঝুঁকি বেড়ে যায়।


চিকিৎসক রণদীপের মতে, ভারতে স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও এই রোগ নিয়ে কিন্তু সচেতনতা বাড়েনি। রণদীপ বলেছেন, ‘‘স্লিপ অ্যাপনিয়া বড় সমস্যা, চটজলদি এই রোগের হাত থেকে রেহাই পাওয়া যায় না। বেশির ভাগ লোকই স্লিপ অ্যাপনিয়ার কারণেই নাক ডাকেন। এই রোগের কারণেই অনেকে অনিদ্রার সমস্যায় ভোগেন। এই রোগের কারণে অনেকেই দিনের বেলায় আচমকা ঘুমিয়ে পড়েন। এই রোগের কারণে গাড়ি চালাতে গিয়ে যখন-তখন দুর্ঘটনাও ঘটে যেতে পারে।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us