বর্ষায় আচার নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, কোন টোটকায় ভাল থাকবে টক-ঝাল-মিষ্টি খাবার?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩, ১৮:৩৬

বর্ষাভেজা ছুটির সকালে জলখাবারে ঘিয়ে ভাজা আলুর পরোটা হলে মন্দ হয় না। তবে বৃষ্টিমাখা স্যাঁতসেঁতে দিনে গরম পরোটার সঙ্গে যদি থাকে টক-ঝাল-মিষ্টি আচার, তা হলে পুরো জমে যায়। পরোটার টুকরো আচারে মাখিয়ে মুখে পুরলে আলাদাই অনুভূতি হয়। শীতকালে বেশি করে আচার বানিয়ে রাখা হয় অনেক বাড়িতেই। সারা বছর শেষপাতে কিংবা পরোটা, রুটির সঙ্গে আচার খান অনেকেই। তবে বর্ষা এলে আচার ভাল রাখা নিয়ে মা, কাকিমাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। বর্ষা-বাদলার দিনে আচারে ছত্রাক ধরে যাওয়ার ভয় থাকে। সেই সমস্যা থেকে দূরে থাকা সম্ভব, যদি কয়েকটি কৌশল মেনে চলা যায়।


১) বর্ষায় আচার ভর্তি বয়ামের ঢাকনাটা মাঝেমাঝেই খুলে রোদে দিন। বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় আচার সারা ক্ষণ বয়ামবন্দি করে রাখলে স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। আচার খারাপও হয়ে যেতে পারে। অবশ্য এই মরসুমে রোদের দেখা পাওয়া মুশকিল। তবে রোদ উঠবে মনে করে আচারের বয়ামটি বারান্দায় রাখতে ভুলবেন না।


২) আচার ভাল রাখার জন্য তাতে বেশি করে তেল ব্যবহার করুন। আচারের উপর তেলের আস্তরণ যেন থাকে। তেল আচারে বাতাস ঢুকতে বাধা দেয়। এতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। ব্যাক্টেরিয়া টিকতে পারে না।


৩) আচার ভাল রাখতে ব্যবহার করতে পারেন ভিনিগার। তবে পরিমাণমতো নুনও ব্যবহার করা যেতে পারে। এই দু’টিই আচারের স্বাদ এবং গন্ধ নষ্ট হতে দেয় না। নুন হোক কিংবা ভিনিগার, অল্প পরিমাণে আচারের উপর ছড়িয়ে দিলে ভাল থাকবে দীর্ঘ দিন।


৪) আচার কি প্লাস্টিকের পাত্রে রেখেছেন? তা হলে এখনই বদলে কাচের বয়ামে রাখুন আচার। প্লাস্টিকের পাত্রে রাখলে বর্ষায় আচার নষ্ট হয়ে যেতে পারে। কাচের পাত্রে ঢেলে রাখার আগে বয়ামটি ভাল করে ধুয়ে রোদে শুকিয়ে নিন।


৫) আচারের কৌটো ফ্রিজে রাখতে পারেন। তবে খাওয়ার সময় বার করলেও বেশি ক্ষণ বাইরে ফেলে রাখবেন না। তাতে আবার নষ্ট হয়ে যেতে পারে। ভিন্ন ভিন্ন আবহাওয়ায় রাখলে নানা ব্যাক্টিরিয়া বাসা বাঁধতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us