সেমিফাইনালে হেরে আগেই শিরোপা জয়ের আশা শেষ দুই দলের। বাকি ছিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সান্ত্বনার এই ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছে সুইডেন। তাতে তৃতীয় হয়ে বিশ্বকাপ মিশন শেষ করলো সুইডিশ নারীরা। এর আগে ১৯৯১, ২০১১ ও ২০১৯ আসরেও তৃতীয় হয়েছিল তারা।
ব্রিজবেনে ম্যাচের ৩০ মিনিটেই স্পট কিক থেকে ফ্রিডোলিনা রোলফোর গোলে এগিয়ে যায় সুইডেন। বিরতির পর ৬২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে স্টিনা ব্ল্যাকস্টেনিয়াসের বাড়িয়ে দেয়া বল ডি বক্সের ভেতর আদায় করে বল জালে জড়ান কসোভারে আসল্লানি। তাতে ব্যবধান হয় দ্বিগুণ।
সুইডেনের দুই গোলের বিপরীতে অস্ট্রেলিয়ার প্রাপ্তি কয়েকটি ভালো আক্রমণ। এর মধ্যে প্রথমার্ধের যোগ করা সময়ের ৬ এবং ম্যাচের ৭০ মিনিটে স্যাম কারের দুটি সম্ভাবনাময়ী গোলের শট সুইডিশ গোলরক্ষক মুসোভিচ দারুণ দক্ষতায় রুখে দিলে গোলহীনই থাকতে হয় অস্ট্রেলিয়াকে।