বাকি চার মাস সিনেমা হল চলবে কী দিয়ে?

চ্যানেল আই প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩, ১৬:৩৬

চলতি বছর এখন পর্যন্ত মুক্তি পেয়েছে ৩৫টির মতো ছবি! এর মধ্যে সাফল্য পেয়েছে প্রিয়তমা, সুড়ঙ্গ, লিডার আমিই বাংলাদেশ, জ্বীন! ব্যবসা করা চারটি ছবিই ছিল ঈদ কেন্দ্রিক। বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘ব্ল্যাক ওয়ার’, ঈদুল ফিতরের ‘লোকাল’, ‘কিল হিম’ আলোচনা তৈরি করলেও ব্যবসায়িক সাফল্য পায়নি।


তবে সিনেমা হল মালিকরা বলছেন, পর পর দুই ঈদের ছবিগুলো দিয়ে তারা প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছেন। ঠিক এ কারণে তারা, প্রিয়তমা, সুড়ঙ্গ কিংবা লিডার’র মতো সিনেমা চাচ্ছেন। যাতে ব্যবসা হয় এবং দর্শক জোয়ার অব্যাহত থাকে। এদিকে, বছর শেষ হতে বাকি আরও চারমাস। প্রশ্ন উঠেছে, বাকি চার মাস সিনেমা হল চলবে কী দিয়ে? মুক্তির অপেক্ষায় যে ছবিগুলো আছে সেগুলো আদৌ কি দর্শক জোয়ার ধরে রাখতে সক্ষম হবে?


ঈদে চালু হওয়া একাধিক মৌসুমি সিঙ্গেল স্ক্রিন আবার বন্ধ হয়ে গেছে! এসব হলের দুজন বুকিং এজেন্ট জানান, আলোচনা তৈরি করা বড় বাজেটের ছবি কিংবা শাকিব খানের নতুন ছবি এলে তারা পুনরায় আবার হলগুলো খুলতে পারেন, তা না হলে আগামী বছর ঈদ ছাড়া এসব সিনেমা হল চালানোর সম্ভাবনা নেই।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us