রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিংয়ের ক্রেন স্থাপন সম্পন্ন

বার্তা২৪ প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩, ১৫:২৬

রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে প্রথম ইউনিটে জ্বালানি ও ভারী যন্ত্রপাতি লোডিং-আনলোডিংয়ের জন্য ৩৬০ টন ক্ষমতার বিশেষ ক্রেন স্থাপন করা হয়েছে। ক্রেনটি +৪৭.৫০ মিটার এলিভেশনে স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।


২২৫টন ওজনের ওই ক্রেনটি রাশিয়ায় তৈরির পর এটিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সাইটে আনা হয়। ক্রেনের অংশগুলো সংযোজনের কাজ সম্পন্ন করা হয় প্রকল্প এলাকাতেই। বিশালাকার এই ক্রেনটির উত্তোলন ক্ষমতা ৩৬০টন।


এটমস্ত্রয় এক্সপোর্টর ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মান কাজের পরিচালক আলেক্সি দেইরি জানান, “বিদ্যুৎকেন্দ্রটি চলাকালীন অত্যন্ত ভারী যন্ত্রপাতি এবং জ্বালানির লোডিং- রিলোডিং এর জন্য এটি ব্যবহৃত হবে”।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us