দেশের প্রধান রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা হল লাইফ ইনসুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এলআইসির পলিসি থেকে টাকা রেখে মোটা অঙ্কের টাকা রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা। এ ছাড়া আপনার জীবন থেমে গেলেও যাতে আপনার পরিবার থেমে না যায় তার ব্যবস্থা করে এলআইসি। আজকাল যুগের সঙ্গে তাল মিলিয়ে পড়াশোনায় এসেছে নানা প্রযুক্তিগত এবং পুথিগত পরিবর্তন। সে ক্ষেত্রে সেই সমস্ত কোর্সের জন্য খরচ হয় অনেক টাকা।
শুধু পড়াশোনাই নয়, সন্তানদের বিয়েও পরিবারের কাছে একটা বড় দায়িত্ব, খরচসাপেক্ষও বটে। শিক্ষা এবং বিয়ে উভয়ের ক্ষেত্রেই আগে থেকে পুঁজি সঞ্চয় না করে রাখলে ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার। তাই আজকাল অনেকেই একদম ছোটবেলা থেকে সন্তানদের জন্য সঞ্চয় করতে থাকেন। কন্যাসন্তানদের জন্য বিশেষ সেভিংস স্কিম চালু করেছে এলআইসি। যার নাম, ‘এলআইসি কন্যাদান পলিসি’। সাধারণত কন্যাসন্তানদের শিক্ষা এবং বিবাহের খরচ মেটানোই হল এই স্কিমের মূল লক্ষ্য। আরও পড়ুন: জরিমানায় বদল, গ্রাহক চাইলে স্থির ঋণের সুদও, ঋণগ্রহীতাদের সুরাহায় একগুচ্ছ নির্দেশ আরবিআইয়ের শেয়ার বাজারে পতন অব্যাহত, শুক্রবারেও লক্ষ্মীলাভ আদানিদের কোন বয়সে এই পলিসি করতে পারবেন?