দেশজুড়ে ঝড়ো হাওয়া বইছে, বৃষ্টিপাত হচ্ছে। অথচ তাপপ্রবাহ কমছে না। গবেষণা বলছে, পৃথিবীজুড়ে ‘এল নিনো’র প্রভাব পড়তে শুরু করেছে। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীব্যাপী যে সমস্যা বিরাজমান, ‘এল নিনো’ সেই সমস্যাকে আরও ত্বরান্বিত করে। এর সহজ অর্থ হলো, পৃথিবীর তাপমাত্রা আরও বাড়বে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে এল নিনোর সম্পর্ক রয়েছে, তা এখনো প্রমাণিত হয়নি। ‘এল নিনো’ সম্পূর্ণ আলাদা একটি প্রাকৃতিক ঘটনা, যা কয়েক বছর পর পর হয়। মূলত এটি হচ্ছে, প্রশান্ত মহাসাগরের নিরক্ষরেখার দক্ষিণের আবহাওয়ার এলোমেলো আচরণ। বাংলাদেশেও এল নিনোর প্রভাব পড়তে শুরু করেছে।
এল নিনো : এটি হলো আবহাওয়ার বিশেষ নেতিবাচক অবস্থা। ‘এল নিনো’ বলতে মূলত প্রশান্ত মহাসাগরের উষ্ণ স্রোতকে বোঝায়। প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা যখন স্বাভাবিকের চেয়ে ছাড়িয়ে যায় তখন তাকে ‘এল নিনো’ বলে। এর ফলে অতি বেশি উষ্ণতা উপকূলীয় এলাকার ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে। স্বাভাবিক বায়ুপ্রবাহ হারিয়ে গিয়ে উষ্ণ বায়ুপ্রবাহ চারদিকে বিরাজ করে। সাধারণত দুই থেকে সাত বছর পর পর এল নিনো পরিস্থিতি তৈরি হয়।