ফোন চার্জে রেখে ঘুমাবেন না, অ্যাপলের সতর্কবার্তা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৩, ২৩:২৬

বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ফোনে চার্জ থাকার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই সারাদিন ব্যবহারের পর রাতে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন অনেক ব্যবহারকারী। অনেকের কাছে এটি একপ্রকার রুটিন হয়ে গেছে। তবে এই অভ্যাস ডেকে আনতে পারে বড় বিপদ। তাই সম্প্রতি আইফোন ব্যবহারকারীদের সতর্ক করে বার্তা দিয়েছে অ্যাপল।


প্রতিষ্ঠানটি তাদের ব্যবহারকারীদের ফোন চার্জে রেখে না ঘুমানোর পরামর্শ দিয়েছে। সর্বোচ্চ সতর্কবার্তার অংশ হিসেবে এ পরামর্শ দিয়েছে অ্যাপল। ডেইলি মেইলের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টিভি নাইন।  


এতে বলা হয়, কোনও ব্যবহারকারী যেন সারারাত ফোন চার্জে দিয়ে না রাখেন। এমনকি অ্যাপল সতর্ক করে বলেছে—ঘুমনোর সময় কখনোই ফোনটিকে মাথার কাছে চার্জ দিয়ে রাখবেন না। এতে আগুন লাগার সম্ভাবনা থাকতে পারে।


এদিকে প্রশ্ন আসতেই পারে—এত টাকা খরচ করার পরও কেন সমস্যা হবে? তবে প্রযুক্তি বিশ্লেষকরা বিষয়টিকে পরামর্শ হিসেবেই দেখছেন। এর পেছনে কিছু যৌক্তিক কারণও ব্যাখ্যা করেছেন।


যেমন; অনেকেই ফোনটি চার্জিংয়ে দিয়ে বালিশের কাছে রেখে দেন। এতে এটি অতিরিক্ত গরম হতে পারে। এর ফলে শুধু ফোনেরই ক্ষতি হবে  তা নয়, আগুনও ধরতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us