রাজধানীর হাতিরঝিলে পানির মধ্যে গড়ে তোলা কয়েক শ ফুট উঁচু একটি বিদ্যুতের টাওয়ারের মাথায় উঠে পড়েছিলেন এক নারী। উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ পরিবাহী বেশ কয়েকটি তার গেছে ওই টাওয়ার দিয়ে। বিদ্যুতের ওই সব লাইন গুরুত্বপূর্ণ হওয়ায় সেগুলো বন্ধ করারও উপায় ছিল না।
এ পরিস্থিতিতে ওই নারীকে নিয়ে বেকায়দায় পড়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। ঘণ্টা তিনেক অনুনয়–বিনয়ের পর ওই নারী নিজেই টাওয়ার থেকে নিচে নামেন। পরে তাকে নৌকায় করে হাতিরঝিলের মাঝখান থেকে পাড়ে আনা হয়। ওই নারীর নাম খুকুমনি (৫৫)। তাঁর বাড়ি মুন্সিগঞ্জে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনার শুরু আজ শুক্রবার দুপুরে, আর শেষ হয়েছে সন্ধ্যার আগে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, বেলা আড়াইটার দিকে স্থানীয় লোকজন থানায় ফোন করে ঘটনাটি জানান। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে রওনা হন। তার আগে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান।
বিদ্যুতের টাওয়ারটি মধুবাগ সেতুর পাশে হাতিরঝিলের মাঝখানে। তাই পুলিশের সদস্যরা একটি নৌকা নিয়ে সেখানে পৌঁছান। এরপর হ্যান্ডমাইক দিয়ে ওই নারীকে নিচে নেমে আসার অনুরোধ করেন তাঁরা।