পাকিস্তানের ফয়সালাবাদে গির্জায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও খ্রিষ্টধর্মাবলম্বীদের বাড়িঘরে লুটপাট চালানোর ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তা ছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে এসব ঘটনা তদন্তে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত বুধবার ফয়সালাবাদের জারানওয়ালা এলাকায় খ্রিষ্টধর্মাবলম্বীদের গির্জা ও বাড়িতে হামলা চালানো হয়। প্রায় ১০ ঘণ্টা ধরে এই তাণ্ডব চালানো হয়। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পুলিশ ওই সময় হামলাকারীদের কোনো বাধা দেয়নি।