দরজায় কড়া নাড়ছে ফিফা নারী বিশ্বকাপের ফাইনাল। আর মাত্র একদিন পরেই গড়াবে মাঠে।
এর আগেই অদ্ভুত এক বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মূলত পুরুষদের সঙ্গে নারীদের সমতা নিয়েই কথা বলেছেন তিনি।
ইনফান্তিনোর এমন মন্তব্য নতুন কিছু নয়। কাতার বিশ্বকাপ চলাকালীন এমন কয়েকটি মন্তব্য করে আলোচনায় এসেছিলেন তিনি। এবার একই কাজ করলেন নারী বিশ্বকাপের ফাইনালের ঠিক আগমুহূর্তে। পুরুষ ফুটবলের সঙ্গে নারী ফুটবলের সমতা টানতে গিয়ে ইনফান্তিনো প্রেষণা দেওয়ার পাশাপাশি মেয়েদের সাহস বাড়ানোর কথা বলেন।
সিডনিতে দেওয়া এক বক্তব্য ফিফা সভাপতি বলেন, ‘আমাদের উচিত পুরুষ এবং নারী, নারী এবং পুরুষকে একই দৃষ্টিকোণ থেকে দেখা। আমি সব নারীদের বলি যে, আমার চারটি কন্যা সন্তান রয়েছে। আমি তাদেরসহ সবাইকে একটা কথাই বলি যে, তোমাদের পাল্টে দেওয়ার শক্তি আছে। সঠিক বিষয়টি বাছাই করো, সঠিক লড়াই বাছাই করো। যে লড়াই তোমাদের পাল্টে দেওয়ার সক্ষমতা রয়েছে। ’