হাইতির রাজধানীতে একটি অপরাধী চক্রের আকস্মিক হামলার ঘটনায় ৩০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
সংবাদ মাধ্যম নিউ এইজ জানিয়েছে, গতকাল ১৭ আগস্ট বৃহস্পতিবার হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে এই হামলার ঘটনা ঘটে। শহরটির ক্যারেফোর-ফিউইলেস এলাকার আশেপাশের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। এই ঘটনায় ২ জন পুলিশ অফিসারও মারা গেছেন।
এলাকাটি সংঘবদ্ধ অপরাধী চক্রের একটি প্রসিদ্ধ এলাকা। চক্রটি হাইতির রাজধানীর প্রায় ৮০ শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করে। সম্প্রতি মুক্তিপণের জন্য অপহরণ, গাড়ি ছিনতাই, সশস্ত্র চুরিসহ সহিংস অপরাধগুলো এই এলাকার সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।