রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন কারা চালায়—হল প্রশাসন, না ছাত্রলীগ? প্রথম আলোর খবর থেকে জানা যায়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঁচ শতাধিক আসন ছাত্রলীগের দখলে’ শিরোনামের খবরটি পড়ে এই প্রশ্নই ওঠে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ১১টি আবাসিক হলে আসন আছে ৫ হাজার ৩৮৩টি। এর মধ্যে পাঁচ শতাধিক আসন ছাত্রলীগের নেতা-কর্মীরা দখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। পাঁচ হাজার আসনের মধ্যে পাঁচ শতাধিক আসনই যদি ছাত্রলীগের দখলে থাকে, তাহলে স্বাভাবিকভাবে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হবেন।
এই বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক উপাচার্য বিদায় নেওয়ার আগের দিন বিশেষ বিবেচনায় ছাত্রলীগের নেতাদের চাকরি দিয়ে গিয়েছিলেন। ছাত্রলীগে কি কোনো মেধাবী শিক্ষার্থী নেই যে বিশেষ বিবেচনায় চাকরি দিতে হবে?