আইফোনে অ্যাপলের ব্যাটারি প্রযুক্তি নিয়ে পাঁচ বছর আগে যথেষ্ট ‘জল ঘোলা’ হয়েছিল। সেই ঘটনা গ্রাহক পর্যন্ত গড়াল এতোদিনে। আইফোন ব্যাটারির কারণে সমস্যায় পড়া ব্যবহারকারীদের আর্থিক ক্ষতিপূরণ শুরু হতে যাচ্ছে।
‘ব্যাটারিগেইট’ নামে পরিচিত ওই মামলায় যেসব পুরোনো আইফোন ডিভাইসের ক্রেতা যোগ দিয়েছিলেন, তারা সবাই ৬৫ ডলার করে ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছেন মামলা সংশ্লিষ্ট আইনজীবিরা।
বিতর্কের সূত্রপাত ২০১৭ সালে। সে সময় বেরিয়ে আসে অ্যাপল ইচ্ছা করেই আইফোনের কার্যকারিতা কমিয়ে দেয়। ডিভাইসগুলো পুরোনো হয়ে যাওয়ার পর এইসব ডিভাইস চালানোর গতি যেন কমে যায় সেটি সফটওয়্যারের মাধ্যমে ঠিক করে দেয় অ্যাপল।