সাদা আসবাবের যত্ন

ডেইলি স্টার প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩, ১৯:৪৭

সাদা আসবাব! ঘর সাজাতে এ ধারণা আমাদের দেশে নতুনই বলা চলে। কিন্তু ইন্টেরিয়রের আন্তর্জাতিক ফ্যাশনে সাদা আসবাব অনেক আগে থেকেই ট্রেন্ডি। যেকোনো রং আর যেকোনো ধরনের অন্দরসজ্জার সঙ্গে মিলে যায় শুভ্র আসবাব।


অন্দর মহলের স্নিগ্ধ ভাব ফুটিয়ে তুলতে পারে সহজেই এই সাদা আসবাবপত্র। তবে আমাদের দেশের আবহাওয়ার কারণে সাদা আসবাব সহজেই ময়লা হয়ে যায়। তাই এসব আসবাবের জন্য প্রয়োজন বিশেষ যত্ন ও রক্ষণাবেক্ষণ।


ইন্টেরিয়র ডিজাইন ইনফ্লুয়েন্সার ও ডেকর আপা অন বাজেট পেইজ পরিচালক নাজিয়া সুলতানা নাফ বলেন, 'সাদা রঙের আসবাব গৃহে আলাদা স্নিগ্ধতা আনলেও তার রক্ষণাবেক্ষণ করা কিছুটা জটিল। তবে নিয়মিত পরিষ্কার করলে আর কিছু নিয়ম মেনে চললেই ঘরে সাদা রঙের ফার্নিচার শুভ্রতা ছড়াবে অনেক দিন।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us