ভাঙলো অভিমান, মিলন হলো রাজ-পরীর

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩, ১০:৫৫

অভিমানের বরফ গললো অবশেষে। হলো ঢালিউডের সর্বোচ্চ চর্চিত দম্পতি রাজ-পরীর কাঙ্ক্ষিত মিলন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে সোশ্যাল হ্যান্ডেলে মিলেছে তারই জ্বলজ্বলে প্রতিচ্ছবি।


যে ছবিতে দেখা গেছে রাজ্যকে কোলে নিয়ে রাজ-পরীর আবেগী মিলন। অনেকদিন পর কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন শক্ত হাতে। মধুর এই ঘটনাটি ঘটেছে গতকাল রাতে (বুধবার দিবাগত রাত), গানবাংলা টেলিভিশনের দফতরে। রাজ-পরী-রাজ্যর এই মিলনের উদ্যোক্তা প্রতিষ্ঠানটির দুই কর্তা দম্পতি কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী।


বৃহস্পতিবার সকালে ছবিগুলো পোস্ট করে কৌশিক হোসেন তাপস জানান, রাজ্য’র জন্মদিন পালনের জন্য তাদের এই আয়োজন। যে আয়োজনে এসে অভিমানের বরফ গলে রাজ-পরীর। তবে এ বিষয়ে প্রতিবেদনটি তৈরি করা পর্যন্ত সংশ্লিষ্ট কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us