দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে মুদ্রা পাচারের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার বিভিন্ন শহর ও রাজ্যজুড়ে একযোগে অভিযান চালিয়ে ১০ বিদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ব্যাংক অ্যাকাউন্ট, নগদ টাকা, বিলাসবহুল ব্যাগ, গয়না, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস এবং ভার্চুয়াল সম্পদের তথ্যসহ সব মিলিয়ে প্রায় ১০০ কোটি সিঙ্গাপুরিয়ান ডলারের সম্পদও জব্দ করেছে পুলিশ। খবর রয়টার্স।
পুলিশ বলেছে, তারা সম্ভাব্য অবৈধ কার্যকলাপের তথ্য পেয়েছে। এসব কার্যকলাপের মধ্যে রয়েছে সিঙ্গাপুরের ব্যাংক অ্যাকাউন্টে তহবিলের উৎস প্রমাণ করার জন্য ব্যবহৃত সন্দেহভাজন জাল নথি। ট্যাংলিন, বুকিত টিমাহ, অর্চার্ড রোড, সেন্টোসা এবং রিভার ভ্যালিতে এ অভিযান চালানো হয়েছে। আটকৃতদের বয়স ৩১ থেকে ৪৪ এর মধ্যে এবং তাদের জাতীয়তার মধ্যে রয়েছে চীনা, তুর্কি, সাইপ্রিয়ট, কম্বোডিয়ান এবং নি-ভানুয়াতু। এদের মধ্যে একজন নারী ও ৯ জন পুরুষ। আরো ১২ জন তদন্তে সহযোগিতা করছেন।