ফার্স্ট লুক ও ট্রেলার প্রকাশের সময় ঘোষণা দেওয়া হয়, ১৭ আগস্ট মুক্তি পাবে ‘সাড়ে ষোলো’। কিন্তু নির্ধারিত সময়ের এক দিন আগে গতকালই হইচইয়ে মুক্তি পেয়েছে ছয় পর্বের সিরিজটি। মুক্তির দিন পরিবর্তন নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, সাড়ে ১৬ তারিখেই মুক্তি পেয়েছে ‘সাড়ে ষোলো’!
সিরিজের প্রথম ঝলকেই রহস্যের জাল বিছিয়েছিলেন নির্মাতা। ট্রেলারে রহস্য সম্পর্কে কিছুটা আঁচ পাওয়া যায়। দেখা যায়, একটি হোটেলে সাড়ে ১৬ নম্বরের রহস্যময় একটি কক্ষ রয়েছে। শহরের আলোচিত এক মামলার রায় ঘোষণার আগের দিন সেই কক্ষেই ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। খুন হন এক নারী। খুনি কে? আলোচিত মামলাটির সঙ্গে এই খুনের সম্পর্ক কী? এমন অনেক অজানা প্রশ্নের উত্তর দেখা যাবে এই চেম্বার ড্রামা সিরিজে।