প্রতারণার সম্পর্ক থেকে বের হয়ে নিজেকে যেভাবে সামলাতে হয়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩, ১৬:১৫

ভালোবাসার বন্ধন পরিবর্তিত হতে পারে। তবে প্রতারণার শিকার হলে বিশ্বাসের ভিত ভেঙে পড়ে।


অর্থাৎ সম্পর্কে প্রতারিত হওয়া মানে হল ভুল মানুষকে বিশ্বাস করা।


ভারতের সম্পর্ক-বিষয়ক পরামর্শক রুচি রুহ বিশ্বাসঘাতকতাকে ‘স্বেচ্ছায় বিশ্বাস নষ্ট করা’ হিসেবে আখ্যা দেন। এখানে সম্পর্কের মাঝে প্রতিশ্রুত প্রত্যাশা ও প্রতিশ্রুতি নষ্ট হয়।


এই বিশেষজ্ঞ ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে বিশ্বাস ঘাতকতার সহজ কিছু ধরন সম্পর্কেও জানান।


প্রতারণা: সম্পর্কে একজন যখন আরেকজনকে না জানিয়ে অন্য কারও সাথে শারীরিক বা মানসিক সম্পর্কে জড়িয়ে পড়ে।


অর্থনৈতিক: একজন যখন অন্যজনকে না জানিয়ে আর্থিক সম্পত্তি যেমন- সঞ্চয়, বন্ড ইত্যাদি খরচ করে বা কোথায় খরচ করা হচ্ছে সে সম্পর্কে সঙ্গীকে সঠিক তথ্য না দেয়।


আপত্তিকর আচরণ: ক্ষতিকর ব্যবহার যেমন- অসম্মান, মিথ্যা বলা, প্রতারণা, তথ্য প্রকাশ না করা, নীরব আচরণ, কঠোর আচরণ এমনকি শারীরিক বা যৌন হয়রানি করে।


বিশ্বাস ভেঙে ফেলা: ব্যক্তিগত তথ্য, গোপনীয়তা, সংবেদনশীল তথ্য এমনকি ছবি বা ভিডিও অন্যের কাছে প্রকাশ করা।


যারা এই ধরনের প্রতারণার শিকার হয়, তারা প্রথমে নিজেকেই দোষারোপ করা ‍শুরু করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us