আগামী সেপ্টেম্বর মাসে আইফোন ১৫ সিরিজ উন্মুক্ত করতে পারে অ্যাপল। কিন্তু নতুন আইফোন উন্মুক্তের মাত্র এক মাস আগে আইফোনের ব্যাটারির ক্ষমতা হঠাৎ কমে যাওয়ার অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। ফলে অ্যাপলের ‘ব্যাটারিগেট’ কেলেঙ্কারির কথা নতুন করে আলোচনায় উঠে এসেছে। ২০১৬ সালে নতুন মডেলের আইফোন বাজারে আনার আগে আইফোন ৬ মডেলের গতি ও ব্যাটারির ক্ষমতা কমিয়ে দিয়েছিল অ্যাপল। ২০১৭ সালে এ অভিযোগ স্বীকার করে নেয় প্রতিষ্ঠানটি। ঘটনাটি ‘ব্যাটারিগেট’ কেলেঙ্কারি হিসেবে প্রযুক্তিবিশ্বে পরিচিত হয়ে ওঠে।
স্যাম কোহল নামের এক ব্যক্তি খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, তাঁর ব্যবহৃত আইফোন ১৪ প্রোর ব্যাটারির ক্ষমতা ৯০ শতাংশের নিচে নেমে গেছে। আর তাই এই মডেলের আইফোন কেনার জন্য তিনি কাউকে পরামর্শ দেবেন না। ৯৯৯ মার্কিন ডলার দিয়ে কিনে এমন অভিজ্ঞতা অনাকাঙ্ক্ষিত। তাঁর বার্তা পড়ে অনেকেই একই রকম অভিজ্ঞতার কথা জানিয়েছেন।