মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানায় গত শনিবারের অভিযানে এক বছর বয়সী সন্তানসহ খায়রুল ইসলাম (২২) ও তাঁর স্ত্রী আটকের ঘটনায় হতবাক তাঁদের পরিবার ও এলাকার লোকজন। ওয়ার্কশপ মেকানিক খায়রুল নামাজি হিসেবে এলাকায় পরিচিত হলেও স্ত্রী-সন্তানসহ জঙ্গিবাদে জড়িয়ে পড়ার বিষয়টি মেলাতে পারছেন না তাঁরা।
গত শনিবার (১২ আগস্ট) সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাহাড়ি এলাকায় একটি বাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিভি) ইউনিট ৬ নারীসহ ১০ জনকে আটক করে। তাঁদের সঙ্গে তিন শিশুও রয়েছে। এই ১৩ জনের মধ্যে নারায়ণগঞ্জের খায়রুল, তাঁর স্ত্রী ও তাঁদের ১২ মাস বয়সী শিশুসন্তান রয়েছে। ওই বাড়ি থেকে জিহাদি বই ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তাঁরা ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে নতুন জঙ্গি সংগঠনের সদস্য বলে জানিয়েছে সিটিটিসি। এ ঘটনার পর সোমবার একই এলাকা থেকে জঙ্গি সন্দেহে আরও ১৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা।