ফেনী: চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকটে উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবাগ্রহীতদের সেবা দিতে হিমশিম খাচ্ছে। ফলে মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষাধিক মানুষের একমাত্র স্বাস্থ্যসেবাদানকারী সরকারি এ প্রতিষ্ঠানে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন প্রায় তিন শতাধিক মানুষ। ১৫ জন চিকিৎসকের মধ্যে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন জায়গায় প্রশিক্ষণে রয়েছেন। হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. কামরুন্নাহার রলি সদর হাসপাতালে, সার্জিক্যাল ডা. নসরুম মাহফুজ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে, মেডিকেল অফিসার ডা. ফারজানা শান্তা স্বাস্থ্য অধিদপ্তরে, মেডিকেল অফিসার ডা. আশরাফুজ্জামান, নাক কান গলা বিশেষজ্ঞ ডা. ইমরানুল হক রানা ও ডা. তানজিনা বিভিন্ন প্রশিক্ষণে রয়েছেন।