অবসর ভেঙে বিশ্বকাপে ফিরতে প্রস্তুত স্টোকস

আজকের পত্রিকা প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩, ১৪:৩৪

ওয়ানডে থেকে বেন স্টোকসের অবসরের এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, স্টোকসের অবসর ভেঙে ফেরার কথা ততই শোনা যাচ্ছে। 


২০১৯ বিশ্বকাপে স্টোকসের বীরত্বে শিরোপা জেতে ইংল্যান্ড। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৯৮ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। আর বিশ্বকাপে ১১ ম্যাচে ৬৬.৪২ গড় ও ৯৩.১৮ স্ট্রাইক রেটে করেছেন ৪৬৫ রান। পাঁচটা ফিফটি করেন সেই বিশ্বকাপে। আরও এক বিশ্বকাপ যখন কাছাকাছি, তখন জনপ্রিয় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানা গেছে, ইউ টার্ন করতে প্রস্তুত বেন স্টোকস। এ বছর ভারতে ইংল্যান্ডের বিশ্বকাপ শিরোপা রক্ষার মিশনে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছেন স্টোকস। তাতে যদি আগামী মৌসুমের আইপিএল না খেলতে পারেন, তাতেও তিনি রাজি। যদি জস বাটলার অনুরোধ করেন, তাহলে তিনি (স্টোকস) বিশ্বকাপ খেলতে আগ্রহী। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us