প্রতিদিন পুষ্টির চাহিদা মেটাতে যেসব খাবার খাওয়া উচিত

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩, ১৪:১৪

একেক পুষ্টি উপাদান দেহে একেক কাজ করে। তাই সুস্থ থাকতে সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করা জরুরি।


সুষম খাদ্যাভ্যাস দেহে পর্যাপ্ত পুষ্টি যোগায় এবং কার্যকর রাখতে সহায়তা করে। পুষ্টির অভাব নানারকম স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।


মুম্বাইয়ের ডা. এলএইচ হিরানন্দানি হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ডা. রিচা আনান্দ বলেন, “দেহ সক্রিয় রাখতে ও সার্বিকভাবে সুস্থ থাকতে প্রতিটা পুষ্টি উপাদানই গুরুত্বপূর্ণ।”

পালংশাক


পুষ্টিগুণে ভরপুর পালংশাকে আছে ভিটামিন এ, সি এবং কে- যা দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এবং রক্ত জমাট বাঁধতে সহায়তা করে- হেল্থশটস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানান এই বিশেষজ্ঞ।


এটা ফোলেইটের ভালো উৎস, যা কোষ বিভাজন ও গর্ভাবস্থায় ‘নিউরাল টিউব’য়ের ত্রুটি দূর করতে সহায়তা করে।


এই শাকে আছে লৌহ যা রক্ত সঞ্চালন উন্নত করে, পটাসিয়াম ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্য রক্ষা করে, হৃদস্বাস্থ্য ভালো রাখে এবং হজম এনজাইম সরবারহ করে হজমে সহায়তা করে ও পেট ভরা রাখে।


ব্রকলি


পুষ্টিকর উপাদান যেমন- ভিটামিন সি, কে এবং এ সমৃদ্ধ। এগুলো হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে এবং রক্ত জমাট বাঁধাতে প্রয়োজনীয়।


এই সবজি ফোলেইট, আঁশ, পটাসিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান সমৃদ্ধ। এতে আছে ক্যালসিয়াম যা হাড় ও পেশি সুস্থ রাখতে সহায়তা করে।

মিষ্টি আলু


আছে বিটা ক্যারোটিন নামক ভিটামিন, যা দৃষ্টি ক্ষমতা উন্নত করে ও ত্বক ভালো রাখে- জানান ডা. রিচা আনান্দ।


এতে থাকা আঁশ হজমে সহায়তা করে এবং ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us