বন্দুকধারীদের অতর্কিত হামলায় নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর অন্তত ২৬ সদস্য নিহত ও আটজন আহত হয়েছেন।
দেশটির সামরিক বাহিনী ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
নিহত ব্যক্তিদের মধ্যে তিন কর্মকর্তা ও তিন বেসামরিক রক্ষী রয়েছেন।
এদিকে দেশটির বিমান বাহিনীর একজন মুখপাত্র বলছে, সেনাবাহিনী যেখানে সন্ত্রাসীদের সঙ্গে লড়ছে সেই এলাকায় আহতদের উদ্ধারকারী একটি হেলিকপ্টার সোমবার সকালে বিধ্বস্ত হয়। ক্রু এবং যাত্রীরা বেঁচে গেছে কিনা তা জানা যায় নি। হেলিকপ্টারে করে ১১ জনের মরদেহসহ আহত ৭ জনকে নিয়ে আসা হচ্ছিল। পরে সেটি হামলাকারীদের গুলিতে ভূপাতিত হয়।