রাজশাহীর পুঠিয়ায় পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ‘ভয় দেখিয়ে’ শ্রেণিকক্ষে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সানোয়ার হোসেন মানিক (৪২) ধাদাস উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। তিনি দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়ন এলাকার নওসের আলীর ছেলে। ভুক্তভোগী শিক্ষার্থী ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।