ত্বকের উজ্জ্বলতা ফেরাতে ভেষজের ব্যবহার

সমকাল প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩, ১১:৩১

ঘরে-বাইরে নানা ব্যস্ততার কারণে ত্বকের পরিচচর্যার জন্য আলাদা সময় থাকে না। এতে ত্বকের সমস্যা আরও বেড়ে যায়।


ত্বকের সব ধরনের সমস্যা দূর করে সার্বিক স্বাস্থ্য ফেরাতে কয়েকটি ভেষজ উপাদানের কথা বহু যুগ ধরেই বলে আসছেন বিশেষজ্ঞরা। এ তালিকায় প্রথমেই থাকবে নিম। এর প্রদাহ দমনকারী ও ব্যাকটিরিয়ারোধী গুণ ত্বকের বহু সমস্যা সমাধানে কার্যকরী।


ত্বকের যত্নে অ্যালোভেরার জুড়ি নেই। বিশেষজ্ঞরা মনে করেন, ভেষজ গুণসম্পন্ন অ্যালোভেরার একাধিক গুণ রয়েছে। একদিকে এটি প্রদাহ কমায়, অন্য দিকে ব্যাকটেরিয়া সংক্রমণ মোকাবিলায় সাহায্য করে। তা ছাড়া কোনও ধরনের ক্ষত থাকলে, সেটিও সারাতে পারে অ্যালোভেরা। এতেই শেষ নয়। পোড়ার ক্ষতেও দুর্দান্ত কাজে দিতে পারে।


হলুদ: হলুদে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে ত্বকে ফ্রি রেডিকেলের ক্ষতি রোধ করে।


ক্যামোমাইল : এই ভেষজ উপাদানটির মধ্যে যে প্রাণ ফেরানোর ক্ষমতা রয়েছে তাতেও উপকৃত হয় ত্বক। এটি ব্যবহারে উজ্জ্বল হয়ে ওঠে ত্বক।


বিশেষজ্ঞদের, ভেষজ উপাদানগুলির মধ্যে এমন 'ফাইটোকেমিক্যাল' থাকে যা ত্বকের বিভিন্ন ক্ষত সারাতে সাহায্য করার পাশাপাশি সার্বিক ভাবে ত্বকের স্বাস্থ্যও ভালো করে। তবে সবার ত্বক এক নয়। এসব ভেষজ ব্যবহারে ত্বকের কোনো ধরনের সমস্যা দেখা দিলে ত্বক বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us