মোজার তৈরি বানরের জাদুঘর

প্রথম আলো প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩, ০৭:৩১

এ যেন এক বানরময় জাদুঘর। পাতার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে কয়েকটি বানর। কয়েকটি রাখা হয়েছে পিপের (কাঠের ড্রাম) মধ্যে। কিছু আবার সারি বেঁধে রাখা তাকের ওপর। এমন নানা ভঙ্গিমায় ২ হাজার ৯৮টি বানর রয়েছে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের এক জাদুঘরে। মজার বিষয়, বানরগুলো সব পুতুল। মোজা দিয়ে তৈরি। পুতুলগুলো ‘সক মাংকি’ নামে পরিচিত।


জাদুঘরটির নাম রাখা হয়েছে ‘সক মাংকি মিউজিয়াম’। পুতুল বানরের বিপুল সমাহারের কারণে গত বৃহস্পতিবার জাদুঘরটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় নাম লিখিয়েছে। এই অর্জনে বেশ খুশি জাদুঘরের মালিক মাইকেল ওকুন ও আর্লিন ওকুন।


২০০৬ সাল থেকে বানরের পুতুল জমানো শুরু করেছিলেন তাঁরা। আর্লিনের জবানিতে, ‘আমরা গাড়িতে করে দেশ ভ্রমণে বেরিয়েছিলাম। পথে আমরা একটি রেস্তোরাঁ ও খাবারের দোকানে থামলাম। সেখান থেকেই প্রথম বানরের পুতুলটি কিনেছিলাম।’


এরপর দেশের বিভিন্ন স্থান থেকে বাকি পুতুলগুলো সংগ্রহ করেছেন তাঁরা। একসময় এই পুতুল বানরকেই নিজেদের দেশ ভ্রমণের প্রতীক হিসেবে ব্যবহার করতেন মাইকেল ও আর্লিন। পরে নিজেদের আগ্রহ থেকে এই পুতুলের ইতিহাস ঘাঁটতে শুরু করেন। উঠে আসে বিশাল এক গল্প।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us