বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য।
ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক সোমবার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষৎ করে এই আগ্রহের কথা প্রকাশ করেন।
বাসস জানিয়েছে, বৈঠকে বাংলদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে যুক্তরাজ্যের অবস্থান তুলে ধরেন ব্রিটিশ হাই কমিশনার কুক।
শেখ হাসিনার সঙ্গে সারাহ কুকের বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে, বিশেষ করে নারী শিক্ষার প্রচেষ্টায় যুক্তরাজ্য তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কুক।