২০ বছর ধরে একই মোবাইল ফোন; হোয়াটসঅ্যাপও ব্যবহার করেন না পঙ্কজ ত্রিপাঠি!

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৩, ১৬:৫৬

এই মুহূর্তে বলিউডের প্রযোজকদের পছন্দের তালিকায় একদম উপরের দিকে তাঁর নাম। কিন্তু একটা সময় প্রোডাকশন হাউজের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে তাঁকে। কোনো ছবিতে একটা বা কোনোটায় আধখানা রোল মিলত, ছবিতে শুধুমাত্র 'এক্সট্রা' হয়েই থেকেছেন তিনি। তবে যুগ পাল্টেছে, সেইসঙ্গে ভাগ্য পাল্টেছে পঙ্কজ ত্রিপাঠির। 'সেক্রেড গেমস'-এর কালিন ভাইয়াকে মনের মণিকোঠায় স্থান দিয়েছে হিন্দি সিনেপ্রেমীরা। এখন তাঁর ঝুলিতে একের পর এক ছবি, সিরিজ।


বিহারের গোপালগঞ্জে নিম্নবিত্ত কৃষক পরিবারের ছেলে পঙ্কজ, সম্মান দেরিতে এলেও বলিউড তাঁকে খালি হাতে ফেরায়নি। শুক্রবার মুক্তি পেয়েছে পঙ্কজ ত্রিপাঠি অভিনীত 'ওহমাইগড ২'। এই ছবি নিয়ে চারিদিকে সমালোচনার ঝড়। তবে মুক্তির পর সমালোচক থেকে শুরু করে দর্শকদের বাহবা কুড়োচ্ছে এই ছবি। অক্ষয়-পঙ্কজদের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। এর মাঝেই নিজের অতীতের স্মৃতি ফিরে দেখলেন পঙ্কজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us