কৌশলগতভাবে দক্ষিণ এশিয়া এবং ইন্দো-প্যাসিফিকের বাকি অংশের মধ্যে একটি সংযোগকারী দেশ হিসেবে, বাংলাদেশ এই অঞ্চলের পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক সময়ে বেশ গুরত্বপূর্ণ অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে।
দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতি বাংলাদেশ চীনের উচ্চাভিলাষী প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরই)-এ স্বেচ্ছায় অংগ্রহণকারী দেশগুলোর মধ্যে অন্যতম। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পক্ষ থেকে ঘোষণা করা নতুন ইন্দো-প্যাসিফিক নীতিতে নিরপেক্ষতা রয়েছে এবং এটি চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পৃক্ততা অর্জনের ওপর জোর দিয়েছে। তবে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর প্রভাব বিস্তারের লড়াই বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতিকে একটি সূক্ষ্ম ভারসাম্যমূলক অবস্থা বজায় রাখতে বাধ্য করেছে।