১০০ বছরের মধ্যে সর্বোচ্চ দর্শক সমাগমের রেকর্ড!

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৩, ১৩:০২

সিনেমা ব্যবসার পরিধি কত বড়, তা আরও একবার দেখছে ভারত। চলতি সপ্তাহে দেশটিতে রীতিমতো উৎসব চলছে। হলে হলে দর্শকের ভিড়, সেই সুবাদে চলমান সিনেমাগুলোর অবিশ্বাস্য আয়। তবে সোমবার (১৪ আগস্ট) জানা গেলো, গত ১১ থেকে ১৩ আগস্ট তিন দিনের হিসাবে ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি হয়েছে ভারতীয় সিনেমায়। এই তিন দিনে সর্বোচ্চ সংখ্যক দর্শক সিনেমা হলে গেছে।


সোমবার (১৪ আগস্ট) মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া ও প্রডিউসারস গিল্ড অব ইন্ডিয়া সমন্বিতভাবে একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, বর্তমানে দেশটির সিনেমা হলগুলোতে প্রদর্শিত হচ্ছে চারটি নতুন সিনেমা। এগুলো হলো- রজনীকান্ত অভিনীত ‘জেলার’, সানি দেওলের ‘গাদার ২’, অক্ষয় কুমারের ‘ওএমজি ২’ ও চিরঞ্জীবীর ‘ভোলা শংকর’। এই চারটি সিনেমা একত্রে প্রথম উইকেন্ডে (১১ থেকে ১৩ আগস্ট) ৩৯০ কোটি রুপির বেশি কালেকশন দিয়েছে। আর ছবিগুলো দেখার জন্য তিন দিনে ২ কোটি ১০ লাখের বেশি দর্শক সমাগম (ফুটফলস) হয়েছে প্রেক্ষাগৃহে!


বক্স অফিস কালেকশন এবং দর্শক সমাগম দুই দিক দিয়েই এটিকে ভারতীয় সিনেমার ১০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ বলে জানিয়েছে সংগঠন দুটি।


বিষয়টি নিয়ে প্রডিউসারস গিল্ড অব ইন্ডিয়ার সভাপতি শিবাশিস সরকার বলেন, ‘মূল ধারার গল্প যখন সঠিক উপায়ে উপস্থাপন করা হয়, তখন বক্স অফিসের সব রেকর্ড ভেঙে যায়। এই অবিশ্বাস্য অর্জন সম্ভব হয়েছে সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত অসাধারণ সব কুশলী, অভিনয়শিল্পীর সুবাদে। দর্শকের এমন সমাগম বহু দিন ধরেই আমরা দেখিনি। এমনকি সকালের শো-গুলো পর্যন্ত হাউজফুল যাচ্ছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us