ক্যানসার শনাক্তে গবেষণাগারে তৈরি হলো ব্যাকটেরিয়া!

সমকাল প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৩, ১১:০২

ক্যানসারের চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হলেও এই রোগে মৃত্যু এখনও পুরোপুরি ঠেকানো যাচ্ছে না। আর এর একটি বড় কারণ শুরুতেই রোগ শনাক্ত করতে না পারা।


এই সংকট কাটাতে এবার গবেষণাগারে তৈরি করা হয়েছে ব্যাকটেরিয়া, যা দ্রুততম সময়ের মধ্যে ক্যানসারের ডিএনএ শনাক্ত করতে সক্ষম বলে দাবি করেছেন গবেষকরা।


ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগোর গবেষকরা ক্যানসারের ডিএনএ শনাক্ত করতে সক্ষম‒ এমন ব্যাকটেরিয়া উদ্ভাবনের কথা জানিয়েছেন। তাদের এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন গত বৃহস্পতিবার বিজ্ঞান বিষয়ক জার্নাল 'সায়েন্স'-এ প্রকাশিত হয়েছে।


গবেষকরা জানিয়েছেন, তারা তাদের উদ্ভাবিত ব্যাকটেরিয়া ব্যবহার করে ইঁদুরের দেহে কোলন ক্যানসার শনাক্ত করতে সক্ষম হয়েছেন।


তারা বলছেন, তাদের এই নতুন উদ্ভাবন ক্যানসার ও বিভিন্ন ধরনের সংক্রমণসহ নানান রোগ শনাক্ত করতে নতুন বায়ো সেন্সর ব্যবহারের পথ সুগম করতে পারে। আর তেমনটা হলে তা আগামী দিনের চিকিৎসা ব্যবস্থায় বিপ্লব আনবে বলেও মনে করেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us