প্রথমবারের মতো ঢাকায় গান গাইতে আসছেন ভারতীয় তরুণ গায়ক, সুরকার ও গীতিকার দর্শন রাওয়াল। ‘দর্শক রাওয়াল লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে গান গাইবেন ‘খিচ মেরি ফটো’খ্যাত গায়ক।
কনসার্টটি আয়োজন করবে টোয়েন্টি টু ইভেন্টস।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর রাজধানী ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে গান পরিবেশন করবেন দর্শন রাওয়াল।
দর্শন রাওয়াল হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন। তরুণদের কাছে তার খ্যাতি অন্যরকম।
২০১৪ সালে ভারতের একটি রিয়েলিটি শোর মাধ্যমে পরিচিতি পান দর্শন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার গান ‘মাহিয়া জিন্নাহ সোহনা’ দারুণ সাড়া ফেলেছে।