ভারতের হরিয়ানা রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতার জেরে অঞ্চলের মুসলিমদের সঙ্গে অর্থনৈতিক লেনদেন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে উগ্র ডানপন্থি হিন্দু সংগঠনগুলো। তারা মুসলমানদের সংঘাত কবলিত গ্রাম থেকে বের করে দেওয়ারও আহ্বান জানিয়েছে।
বিশ্ব হিন্দু পরিষদের একটি ধর্মীয় শোভাযাত্রায় হামলার পর ৩১ জুলাই রাজ্যের নুহ জেলায় সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হয়। এতে দুই নিরাপত্তারক্ষীসহ ৬ জন নিহত হয়।
সাম্প্রদায়িক সংঘর্ষ দ্রুত অন্যান্য জেলায় ছড়িয়ে পড়ে। গুরুগ্রামে একটি মসজিদে আগুন দেওয়া হলে সহকারি ইমাম ২২ বছরের মোহাম্মদ সাদ নিহত হন।