মারুফুল আলম: জাতিসংঘের ভিজিটিং এক্সপার্ট এবং সাবেক আইজিপি ড. এম এনামুল হকের প্রশ্ন, ৩৮ লাখ মামলা যেখানে বিচারাধীন, সেখানে সুশাসন কিভাবে সম্ভব? রোববার চ্যানেল আই’র তৃতীয় মাত্রায় তিনি বলেন, ৩৮ লাখ মামলা বিচারাধীন তো রয়েছেই, সেইসঙ্গে আরো মামলা রুজু হচ্ছে। সুশাসন মানে শুধু কোর্ট কাচাারি আর পুলিশ নয়। তবে একদিনে বা একটি সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গিতেও সুশাসন …