চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চলচ্চিত্রগ্রাহক মিশুক মুনীরের দ্বাদশ মৃত্যুবার্ষিকীতে ঢাকায় তিনটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রতিবছরের মত রোববারও ‘তারেক মাসুদ স্মরণ এবং তারেক মাসুদ স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানের আয়োজন করছে মুভিয়ানা ফিল্ম সোসাইটি ও তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করেছে ‘স্মৃতিতে ও চলচ্চিত্রে: তারেক মাসুদ ও মিশুক মুনীর’ শীর্ষক একটি অনুষ্ঠান।
এছাড়া ‘তারেক মাসুদ চলচ্চিত্রের আদম সুরত: মর্মান্তিক মৃত্যুর এক যুগ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
২০১১ সালের এই দিনে ‘কাগজের ফুল’ সিনেমার লোকেশন দেখে ফেরার পথে মানিকগঞ্জের ঘিওরের জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন নির্মাতা তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন।
ওই দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক মুস্তাফিজ, তারেক মাসুদের প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম ও কর্মী জামালও মারা যান।
গাড়িতে থাকা তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চিত্রশিল্পী ঢালী আল-মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেকের প্রোডাকশন ইউনিটের সহকারী সাইদুল ইসলামও আহত হলেও তারা প্রাণে বেঁচে যান।