দেম্বেলে বার্সা ছাড়ায় হতাশ জাভি

প্রথম আলো প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩, ১৬:৩২

খলনায়ক থেকে নায়ক...আবার খলনায়ক!


বার্সেলোনার জার্সিতে উসমান দেম্বেলের গল্পটা তো এমনই। অনেক সম্ভাবনা নিয়ে ২০১৭ সালে বার্সায় এসেছিলেন। কিন্তু একের পর চোটের আঘাতে প্রথম চার বছরে তাকে বাইরে কাটাতে হয় অনেকটা সময়।


মাঠের বাইরের কিছু কর্মকাণ্ডও ছিল বিতর্কিত। দেম্বেলের অনেক কর্মকাণ্ডে ক্লাব এতটাই ক্ষুব্ধ ছিল যে ফরাসি এই স্ট্রাইকারকে ক্লাব থেকে বেরিয়ে যেতে বলেছিল তারা। তবে সব ভুলে গত মৌসুমে যেন দেম্বেলে বার্সার রসায়ন নতুন করে শুরু হয়েছিল। সেই রসায়ন যে স্থায়ী কিছু ছিল না, সেটাই যেন প্রমাণ হয়েছে দেম্বেলের ক্লাব ছাড়ায়। যে কারণে হতাশ বার্সা কোচ জাভি হার্নান্দেজ।


জাভির হতাশ হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ গত মৌসুমে বার্সার লিগ চ্যাম্পিয়ন হওয়ায় মোটামুটি অবদান ছিল দেম্বেলের। লিগে ২৫ ম্যাচে ৫ গোলের সঙ্গে করিয়েছিলেন আরও ৭টি। এই ফরাসির ফরোয়ার্ডের প্রতি জাভির তৈরি হয়েছিল অন্যরকম আস্থা। যে কারণে বারবার তাকে প্রশংসাও ভাসিয়েছিলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us