“দেড়মাস আমেরিকা ছিলাম। হাজার হাজার সুন্দরীদের মাঝে থেকেছি। কেউ আমাকে নিয়ে বাজে কিছু বলতে পারবে না। নিউ ইয়র্ক, বাফেলো, ফ্লোরিডা, লস এঞ্জেলস, টেক্সাস, ওয়াশিংটন ডিসি সব জায়গা ঘুরেছি। মানুষ ১০ বছরে যা ঘোরে আমি দেড় মাসে তাই ঘুরেছি এবং সম্মান পেয়েছি।”
-আমেরিকায় ভ্রমণ নিয়ে নিজের দারুণ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন চিত্রনায়ক জায়েদ খান।
ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে জায়েদ খান বলেন, আমি খুবই সহজ সরল। নইলে এতো মেয়েদের কথা বলতাম না। অনেকের মেয়ে ফ্যান আছে কিন্তু তারা কিছু বলে না। আমি বললেই ধরা। আমি রোলেক্সের ঘড়ি পরি বলে অনেকে মেয়ে রোলেক্সের দোকানে গিয়ে আমাকে ইনবক্স করেছে। যেখানেই যাই মানুষ আমার হাতের ঘড়ি দেখতে চায়। এতে করে অনেকের শত্রু হয়ে যাচ্ছি।
জায়েদ বলেন, এমন ট্রেন্ড শুরু হয়েছে আমার উপর সমস্ত ছেলেরা জেলাস। আমেরিকাতে গিয়ে এমন হয়েছে একজন ছেলে আমার ছবিতে বাজে মন্তব্য করে। সঙ্গে সঙ্গে তার স্ত্রী আমাকে জানিয়েছে, কিছু মনে করবেন না। আপনাকে আমি পছন্দ করি এজন্য সে একটু জেলাস হয়ে বাজে মন্তব্য করেছে।