উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় বেঁচে যাওয়া কলম্বিয়ার দুই শিশুর বাবার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
গতকাল শনিবার কলম্বিয়ার প্রসিকিউটররা এ–সংক্রান্ত ঘোষণা দেন। এর আগের দিন শুক্রবার দুই শিশুর বাবাকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম ম্যানুয়েল রানো।
গত ১ মে ছোট আকারের একটি উড়োজাহাজ কলম্বিয়ায় আমাজন জঙ্গলে বিধ্বস্ত হয়। উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ প্রাপ্তবয়স্ক তিন ব্যক্তি নিহত হন। নিখোঁজ ছিল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর চার শিশু। উড়োজাহাজ বিধ্বস্তের ৪০ দিন পর আমাজন জঙ্গল থেকে চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়। যে দুই শিশুর বাবার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে, তাদের মা এই উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত হন।
কলম্বিয়ার প্রসিকিউটরদের বিবৃতিতে বলা হয়, তাঁরা ম্যানুয়েলের বিরুদ্ধে তাঁর ১৩ বছর বয়সী সৎমেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, মেয়েটির বয়স যখন ১০ বছর, তখন থেকে তাকে যৌন নির্যাতন করার অভিযোগ আনা হয়েছে ম্যানুয়েলের বিরুদ্ধে।