হোস্টেলে ১২০ মিনিট ধরে র‌্যাগিং, কয়েক ঘণ্টা পর শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলো প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩, ১৬:০৪

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী স্বপ্নদ্বীপ কুণ্ডু গত বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় হোস্টেলের একটি কক্ষে র‌্যাগিংয়ের শিকার হয়েছিলেন। প্রায় ১২০ মিনিট ধরে তাঁকে র‌্যাগ দেওয়া হয়।


এর কয়েক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে মারা যান তিনি। হোস্টেলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে অবস্থিত। গতকাল শনিবার এ ঘটনায় সন্দেহভাজনকে একজনকে আদালতে হাজির করে পুলিশ এমন বক্তব্য দিয়েছে।


গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সৌরভ চৌধুরীকে আলিপুর আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে পুলিশের পক্ষ থেকে বলা হয়, স্বপ্নদ্বীপের মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসের প্রধান হোস্টেলের তিন শিক্ষার্থীর জবানবন্দি নিয়েছে তারা। ওই শিক্ষার্থীরা বর্ণনা করেছেন, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে স্বপ্নদ্বীপকে কী ধরনের নির্যাতনের মুখোমুখি হতে হয়েছিল। অভিযোগ রয়েছে, স্বপ্নদ্বীপকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে।


এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ১৮ বছর বয়সী শিক্ষার্থী স্বপ্নদ্বীপ কুণ্ডুকে র‌্যাগিংয়ের অভিযোগে আজ রোববারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত তিন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us