পাসওয়ার্ড শেয়ারিংয়ে নেটফ্লিক্সের মতো কড়াকড়ি নিয়ম চালু করতে যাচ্ছে আরেক স্ট্রিমিং সার্ভিস ডিজনি প্লাস হটস্টার। এর ফোলে একটি লগইন থেকে একাধিক ডিভাইস চালানোর পুরনো সুযোগ আর থাকছে না।
টেকভিত্তিক ওয়েবসাইটের খবরে জানানো হয়, নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে ডিজনি প্লাস হটস্টারের ব্যবহারকারীরাও বন্ধুদের সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করতে পারবে না। কোম্পানির নতুন মনিটাইজেশন স্ট্র্যাটেজিতে এই ধরনের পরিবর্তনগুলো নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা দাবি করছেন, এমন সিদ্ধান্তের মাধ্যমে প্ল্যাটফর্মটি তার আয় বাড়াতে চাইছে।
এক বিবৃতিতে ডিজনি প্লাস হটস্টার জানিয়েছে, ২০২৪ সালের প্রথম থেকেই ব্যবহারকারীরা আর কারো সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন না। অর্থাৎ এবার থেকে কেউ যদি এই প্ল্যাটফর্মের কন্টেন্ট অ্যাক্সেস করতে চায় তাহলে তাকে সাবস্ক্রিপশন নিতে হবে।