ওয়াগনারকে অর্থায়ন করতে পারে বেলারুশ: যুক্তরাজ্য

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩, ১৬:০৬

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সশস্ত্র ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারকে আর অর্থায়ন করবে না মস্কো। ফলে সশস্ত্র ওয়াগনারকে সহায়তা করতে পারে বেলারুশ। টুইটারে মন্ত্রণালয় বলছে, বিশাল বাহিনীটিকে আর্থিকভাবে সাহায্য করাটা অযৌক্তিক। রবিবার (১৩ আগস্ট) প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিএনএন।


বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে চুক্তি অনুযায়ী, মিনস্কে অবস্থান করছে ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। জুনে রাশিয়ায় প্রায় ২৪ ঘণ্টার ব্যর্থ বিদ্রোহ শেষে তার বাহিনী বেলারুশে আশ্রয় নিয়েছে।


কিন্তু বেলারুশে তাদের সশস্ত্র অবস্থানে উদ্বেগ জানিয়েছে ন্যাটোর পূর্ব ইউরোপীয় দেশগুলো। জোটের অন্যতম শক্তিধর রাষ্ট্র পোল্যান্ড সীমান্তের কাছাকাছি ওয়াগনারের শতাধিক যোদ্ধা। গত মাসে তাদের গতিবিধির কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি। এসব যোদ্ধারা অভিবাসী ছদ্মবেশে পোল্যান্ডে প্রবেশ করতে পারে বলেও শঙ্কা জানান তিনি। নিরাপত্তার হুমকির কথা ভেবে সম্প্রতি সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ওয়ারশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us