দেশে ১৫ বছরের কম বয়সী শিশুর হার ক্রমান্বয়ে কমছে। গত দুই দশকের জনশুমারির তথ্য বলছে, ২০১১ সালের তুলনায় ২০২২ সালের জনশুমারিতে ১৫ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ২৯ লাখের মতো কমেছে। অর্থাৎ প্রায় ৬ শতাংশ কমেছে। আর ২০০১ সালের জনশুমারির তুলনায় কমেছে ৪ শতাংশ।
জনশুমারিতে ১৫ বছরের কম বয়সী শিশু জনসংখ্যাকে ০ (জন্মের প্রথম দিন থেকে) থেকে ৪ বছর, ৫ থেকে ৯ এবং ১০ থেকে ১৪ বছর—তিনটি বয়স শ্রেণিতে ভাগ করা আছে। গত দুই দশকে আলাদাভাবে তিনটি বয়স শ্রেণিতেই শিশুর হার কমতে দেখা গেছে।
জনসংখ্যা বিশেষজ্ঞরা বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে এ দেশে দম্পতিদের সন্তান নেওয়ার হার আগের চেয়ে কমে যাওয়ায় ১৫ বছরের কম বয়সী শিশুর হার কমে যাচ্ছে।