অংশীজনদের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতভাবে আইন করতে হবে

দেশ রূপান্তর জ্যোতির্ময় বড়ুয়া প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩, ১১:৪২

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। প্রখ্যাত আইনজ্ঞ এবং মানবাধিকারকর্মী। সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটসের সদস্য। বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই বরেণ্য আইনজীবী সাইবার সিকিউরিটি আইন, নারী নির্যাতন ও শিশু অধিকারসহ বিভিন্ন বিষয়ে


কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন, সহকারী সম্পাদক তাপস রায়হান


দেশ রূপান্তর : ডিজিটাল সিকিউরিটি আইনের পরিবর্তে নতুন একটি আইন হয়েছে। তার নাম দেওয়া হয়েছে সাইবার নিরাপত্তা আইন-২০২৩। এ ব্যাপারে আপনার মন্তব্য?


ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া : মাত্র ৪ দিন আগে এ আইনের একটা ড্রাফট দেখলাম। এখানে আইনের মৌলিক পরিবর্তন বলতে, দুটো ধারায় পরিবর্তন লক্ষ করেছি। কিছু ধারায় পরিবর্তন নিয়ে আসা হয়েছে। আর কিছু ধারা অবিকৃত রয়েছে। আগে শাস্তির পরিমাণ বেশি ছিল। এখন কমানো হয়েছে। নারী-শিশুদের প্রটেকশনের কোনো বিষয়ই তো নেই। তারাই তো অনলাইনে বেশি ভিকটিম। আবার সাংবাদিকদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যে হয়রানির বিষয়টি ছিল ডিজিটাল আইনে, তা অবিকৃতই রয়েছে।


নতুন আইনের মাধ্যমে মানুষকে হয়রানির বিষয়টি যে বন্ধ হবে, তা কোনোভাবেই আমার মনে হয় না। জামিনযোগ্য ধারাতেই যে আপনি জামিন পাবেন, সেই গ্যারান্টি কিন্তু এখন আর নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us