দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিকার কেন জরুরি

কালের কণ্ঠ মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩, ১১:৩৮

শোকের মাস চলছে। এক দিন পর জাতীয় শোক দিবস, ১৫ আগস্ট। বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট কালো অধ্যায়টি রচিত হয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট। ষড়যন্ত্রকারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে।


ভাগ্যক্রমে বিদেশে থাকায় বেঁচে যান দুই মেয়ে। ছোট শিশু, অন্তঃসত্ত্বা নারী, নববধূ—কাউকে হত্যাকারীরা রেহাই দেয়নি। পৃথিবীর ইতিহাসে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা আছে। কিন্তু এত বড় হিংস্র জিঘাংসার উদাহরণ কোথাও নেই।


হাতের মেহেদি শুকায়নি, এমন নববধূকে হত্যা করার প্রয়োজন হলো কেন, কেনই বা নিষ্পাপ শিশু রাসেলও রেহাই পেল না। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আনুষ্ঠানিকভাবে এসব স্বঘোষিত হত্যাকারীকে পুরস্কৃত করল, বিদেশে বাংলাদেশের দূতাবাসে চাকরি দিল, তারা তো বাংলাদেশের মানুষের কাছে অচেনা নয়। এ দেশের মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে। সুতরাং সব প্রশ্নের উত্তর তো তাদের দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us