ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ আসরের ম্যাচ লাইভ দেখাবে গ্রামীণফোন অ্যাপ মাইজিপি। রাজধানীর জিপি হাউজে র্যাবিটহোলের সঙ্গে সেবা নিশ্চিতে চুক্তি করেছে গ্রামীণফোন। চুক্তিতে সই করেন গ্রামীণফোনের চিফ প্রকিউরমেন্ট অফিসার কৌস্তভ ভাট এবং কনটেন্ট ম্যাটার্সের প্রধান নির্বাহী এ এস এম রফিকুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব, চিফ ডিজিটাল অফিসার সোলায়মান আলম এবং কনটেন্ট ম্যাটার্সের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দীন আদিল, গ্রামীণফোনের ডিজিটাল চ্যানেল অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিরেক্টর জাহিদুজ জামান এবং হেড অব ডিওবি অ্যান্ড এপিআই কাজী হামিদুর রহমান। গ্রামীণফোনের চিফ ডিজিটাল অফিসার সোলায়মান আলম জানালেন, মাইজিপি গ্রাহকদের জন্য এটি সুসংবাদ। মাইজিপি গ্রাহকরা ওয়ান-স্টপ সলিউশন হিসেবে বহুমুখী সেবা দিয়ে যাচ্ছে। সহযোগীদের মাধ্যমে সব ধরনের খেলা প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছি। এবার মাইজিপির মাধ্যমে ভক্তরা ক্রিকেট বিশ্বকাপ সরাসরি উপভোগ করতে পারবেন। বিশ্বকাপের সময়ে ‘চলো বাংলাদেশ’ চেতনা সবাইকে আরও বেশি উৎসাহিত করে।