বিসিএসে একই প্রার্থীর একই ক্যাডারপ্রাপ্তির পুনরাবৃত্তি কেন?

প্রথম আলো শোয়াইব আবিদ প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩, ০৬:০২

করোনার কারণে ৪০তম বিসিএসের চূড়ান্ত সুপারিশের আগেই ৪১তম বিসিএস আবেদন ও ক্যাডার বাছাইয়ের কাজসম্পন্ন হওয়ায় ৪০তমতে সুপারিশপ্রাপ্ত অনেক ক্যাডারই ৪১তম বিসিএসে অংশগ্রহণ ও সুপারিশপ্রাপ্ত হয়েছেন। কিন্তু তাঁদের অনেকেই কাঙ্ক্ষিত ক্যাডার না পাওয়ায় এই পদগুলোতে যোগদান করবেন না এবং পদ শূন্য থাকবে। অথচ মৌখিক পরীক্ষার পূর্বে পছন্দের ক্যাডার বাছাইয়ের সুযোগ দিলে এই পদশূন্যতা সৃষ্টি হতো না এবং অনেকেই পদগুলোতে সুপারিশ পেতে পারতেন। একইভাবে ৪১ থেকে ৪৬তম বিসিএস পর্যন্ত এই অবস্থার সৃষ্টি হবে।


সম্প্রতি ৪১তম বিসিএস ফলাফলে সবচেয়ে বেশি ৯৮২১ জন ভাইভা উত্তীর্ণ (ক্যাডার পদ যথেষ্ট না থাকায়) নন-ক্যাডার পদে তালিকাভুক্ত করা হয়েছে কিন্তু এর মধ্যে কতসংখ্যক নন-ক্যাডারে নিয়োগ দেয়া হবে, সেটা এখনো পিএসসির পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। যার কারণে ৪১ নন-ক্যাডারপ্রার্থীরা অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us